রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত

সুজন আলী রাণীশংকৈল প্রতিনিধি

দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপনে শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক, সনদ ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহি অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ। এসময় অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, জামায়াতে ইসলামীর নায়েবি আমীর মিজানুর রহমান, সাধারণ সম্পাদক রজব আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেক হোসেন, এডুকো প্রকল্প অফিসার মোতাহার হোসেন, প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, প্রবীন সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, যুব উদ্যোক্তা সাঈদ হোসেন, অনামিকা রাণী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব উদ্যোক্তা, বিভিন্ন যুব সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সফল যুব ও নারীদের ঋণের চেক, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সহযোগিতায় ছিলেন ইএসডিও এবং এডুকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *