অন্যরকম এক সেঞ্চুরির দ্বারপ্রান্তে মিরাজ

সবকিছু ঠিক থাকলে মাইলফলকটা আজই ছুঁয়ে ফেলবেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন এই অলরাউন্ডার।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ (১১ নভেম্বর) বিকেলে সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে এই ম্যাচে অধিনায়ক হিসেবেই মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজ। আর এই ম্যাচে খেলতে নামলেই ওয়ানডেতে শততম ম্যাচ পূর্ণ করবেন বাংলাদেশের এই ক্রিকেটার। 

২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে লাল-সবুজের জার্সিতে ওয়ানডেতে অভিষেক হয় মিরাজের। নিজের অভিষেক ম্যাচে ব্যাটিংয়ে নামতে পারেননি তিনি। তবে বল হাতে ১০ ওভারের কোটা পূরণ করে দুটি উইকেট নিয়েছিলেন মিরাজ।

অভিষেকের পর থেকে এরইমধ্যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হয়ে ওঠেছেন তিনি। সুযোগ পেলেই ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ক্রিকেটার। যে কারণে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত একজন সদস্য হয়ে ওঠেছেন তিনি। 

এখন পর্যন্ত ৯৯ ওয়ানডেতে দুটি সেঞ্চুরি ও তিনটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১ হাজার ৩৮১ রান করেছেন মিরাজ। বল হাতে ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন তিনি। 

মিরাজের আগে আরও ১২ জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম, তিনি খেলেছেন ২৭২টি ম্যাচ। সাকিব আল হাসান খেলেছেন ২৪৭ ম্যাচ। তামিম ইকবাল ২৪৩ ম্যাচ, মাহমুদউল্লাহ রিয়াদ ২৩৪ ম্যাচ ও মাশরাফি খেলেছেন ২১৮টি ম্যাচ। 

এছাড়া মোহাম্মদ আশরাফুল ১৭৫ ম্যাচ, আব্দুর রাজ্জাক ১৫৩ ম্যাচ, খালেদ মাসুদ ১২৬ ম্যাচ, মোহাম্মদ রফিক ১২৩ ম্যাচ, হাবিবুল বাশার ১১১ ম্যাচ, মুস্তাফিজুর রহমান ১০৬ ম্যাচ এবং রুবেল হোসেন খেলেছেন ১০৪ ম্যাচ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *