ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

বিশেষ প্রতিনিধি: মো. শিফাত মাহমুদ ফাহিম

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলায় নিহত ও আহত হওয়ার ঘটনার প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে। সোমবার (২৩ ডিসেম্বর) বেলা ১১টায় আশুলিয়া থানার প্রধান ফটকের সামনে ওলামা মাশায়েখ, তাবলীগ সাথী ও সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে এ স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়।

উক্ত সংক্ষিপ্ত সমাবেশে ওলামা পরিষদের আশুলিয়া থানার সভাপতি আবু জাফর কাশেমীর নেতৃত্বে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় বক্তারা ইজতেমায় হামলা ও হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ঘুমন্ত অবস্থায় তাবলীগ নামধারী বিপথগামী পথভ্রষ্ট উগ্র সন্ত্রাসী সাদপন্থীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে অন্তত চার জনকে হত্যা করে। এছাড়াও অসংখ্য শান্তিপ্রিয় সাধারণ মুসল্লী, ওলামাগণ নৃশংস হামলার শিকার হয়ে গুরুতর অবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে প্রাইভেট ক্লিনিকে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি ও সাদপন্থিদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়।

এসময় উক্ত সংক্ষিপ্ত সমাবেশে বিভিন্ন সাভার উপজেলার আশুলিয়া থেকে আসা শতাধিক বেশি মুসল্লি উপস্থিত ছিলেন। পরে তারা আশুলিয়া থানা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *