ঠাকুরগাঁওয়ে অসহায় শীতার্তদের পাশে ঠাকুরগাঁও সদর ইউএনও

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম রুহিয়ায় শীত বস্ত্র নিয়ে অসহায় গরীব ও শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ করেন।

বুধবার রাতে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে শতাধিক গরীব শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। এদের বেশির ভাগ লোক রিকশা ও ভ্যান শ্রমিক এবং অসহায় ছিন্নমূল মানুষ।

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, ইউপি প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সচিব আব্দুল মান্নান ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শহিদুল হক, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি মজহারুল ইসলাম (বাদল) প্রমূখ।

ইউএনও মোঃ খাইরুল ইসলাম জানান, এই শীতের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে থাকে ছিন্নমূল অসহায় এবং শ্রমিক, দরিদ্র মানুষগুলো। এ শ্রেণীর মানুষগুলো এমনিতেই অসহায়ভাবে জীবন-যাপন করে থাকে। তাই সরকারি বিশেষ উপহার শীতার্তদের জন্য কম্বল সবার আগে এদের মাঝে বিতরণ করেছি। এ কম্বল বিতরণ চলমান থাকবে বলেও তিনি উল্লেখ্য করে সমাজের বৃত্তবানদেরকে এসকল অসহায় শীতার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *