১৬ বছর পর নতুন সভাপতি পেল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কাজী সালাউদ্দিন অধ্যায়ের পর বাফুফের হাল ধরছেন তাবিথ আউয়াল। আজ শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ১৩৩ ভোটের মধ্যে ১২৩টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান চৌধুরী পেয়েছেন মাত্র পাঁচটি ভোট।
পাঁচজন কাউন্সিলর ভোট দিতে আসেননি।
আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বেশ উৎসবমুখর পরিবেশে হয়েছে এই নির্বাচন। নতুন সভাপতি তাবিথ এর আগে দুই মেয়াদে সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
এবার তার সামনে আরো বড় চ্যালেঞ্জ।
তার সঙ্গে সিনিয়র সহসভাপতির দায়িত্বে থাকছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।