নানান আয়োজনে মধ্য দিয়ে সদরপুরে মহান বিজয় দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধি : তানভীর তুহিন

ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ই ডিসেম্বর সোমবার সকাল ৮টায় জাতির বীর সন্তানদের প্রতি সরকারি ও উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতারা সদরপুর জাগ্রত চত্ত্বর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকাল ৯টায় রাজারচর ওয়াজিবুল্লাহর কান্দি গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের গমন করেন উপজেলা প্রশাসন। পরে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, কৃষি কর্মকর্তা নিটুল রায়, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, প্রকৌশল আ. মমিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী বদরুতজ্জামান, ছাত্রদলের সাবেক ভিপি তরিকুল ইসলাম কবির, বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সাংগাঠনিক সম্পাদক মো. বাহালুল মাতুব্বর। এছাড়াও যুবদল নেতা মো. বিল্লাল হোসেন, মুন্সী ইশারত, শাহারিয়া আল সুমন, সোহেল মোল্যা, শ্রমিক দল সভাপতি মো. মোতালেব হোসেনসহ ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সবশেষে বিকাল ৩টায় উপজেলা শিশুপার্ক চত্বরে বিজয় মেলা শুরু হয়। মেলা দেখতে ভিড় জমান দর্শনার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *