ফরিদপুর প্রতিনিধি তানভীর তুহিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের রাজাপুর গ্রামের প্রভাবশালী “জলিল বেপারী” ওরফে জলিল দারোগা কতৃক মসজিদের জমি থেকে জোর পূর্বক ভেকু দিয়ে অবৈধ ভাবে মাটি কেটে নেওয়ার প্রতিবাদে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে রাজাপুর বেপারী বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি কুদ্দুস বেপারীর নেতৃত্বে এবং কমিটির সদস্যবৃন্দ ও এলাকাবাসীর আয়োজনে ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন শতাধিক মুসুল্লিরা।
এসময় তারা বলেন, জলিল দারোগা মসজিদের নিজস্ব জমি থেকে মাটি কেটে নিয়ে গেছে এবং ওই জমিতে থাকা বিভিন্ন গাছপালা কেটে ফলেছে। তিনি জোরপূর্বক মসজিদের জমিটি দখল করার চেষ্টা করছে। এ বিষয়ে মানববন্ধনকারীরা সরকারের কাছে জলিল দারোগার সঠিক বিচারের দাবি জানিয়েছেন।