শিরোপা ধরে রাখার মিশনে এবারের নারী সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয় বাংলাদেশের মেয়েরা। সুযোগ ছিল প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেই সেমিফাইনাল খেলার। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ড্র করায় অপেক্ষাটা বাড়ে লাল-সবুজের মেয়েদের। কিন্তু পরের ম্যাচে শক্তিশালী ভারতকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সাবিনা-সানজিদারা। সেখানে প্রতিপক্ষ হিসেবে তারা পায় ভুটানকে। নিজেদের টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিতের ম্যাচে ভুটানকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
রোববার (২৭ অক্টোবর) নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। দলের হয়ে হ্যাটট্রিক করেছেন তহুরা খাতুন ও জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। একটি করে গোল করেন ডিফেন্ডার মাছুরা ও ঋতুপর্ণা চাকমা।
এদিন ম্যাচের শুরু থেকেই ভুটানের ওপর আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। যার ফলও পায় হাতেনাতে। ম্যাচের ৭ম মিনিটে বাম দিক থেকে কোনাকুনি শটে বাংলাদেশকে লিড এনে দেন ঋতুপর্ণা চাকমা। এরপর শিউলি আজিমের পাস নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড তহুরা খাতুন।
ম্যাচের ২৬তম মিনিটে দলের লিড ৩-০ করেন অধিনায়ক সাবিনা খাতুন। চলতি আসরে এটিই তার প্রথম গোল। মনিকার আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে নিখুঁত টোকায় বল জালে জড়ান তিনি। ম্যাচের ৩৫ মিনিটে দলের লিড ৪-০ করেন তহুরা খাতুন। বক্সের একটু ওপর থেকে তহুরার নেয়া শট গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল জড়ায় জালে।