রবীন্দ্রনাথকে অবমাননা, আইনি নোটিশ সালমান খানকে

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গ করায় গরম হাওয়া বইছে ভারতীয় শোবিজ অঙ্গনে। আর সে গরম হাওয়ায় উত্তাপে পুড়ছে বলিউড মেগাস্টার সালমান খান। তাই আইনি নোটিশের জটিলতায় পড়েছেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া  প্রতিবেদন থেকে জানা যায়, বলিউডের বিখ্যাত টিভি শো ‘কপিল শর্মা’ শোতে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করা হয়।

‘কপিল শর্মা’-র সম্প্রতি একটি শোতে অতিথি হয়ে এসেছিলেন অভিনেত্রী কাজল। শোয়ের একটি অংশে মঞ্চে আসেন কৌতুকাভিনেতা ক্রুষ্ণা অভিষেক। তিনি দর্শকদের হাসাতে কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’ গানটির অপব্যাখ্যা করেন। অথচ এ শোয়ের পরিচালক, সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্তসহ বাংলার বহু খ্যাতনামারা তাতে কোনো সমস্যা দেখতে পাননি।

বিষয়টি মেনে নিতে পারেননি কলকাতার কবি শ্রীজাত। শোয়ের সমালোচনা করে তিনি প্রথম প্রতিবাদ জানান। এরপর তার পক্ষে একই সুর সাধেন নেটিজেন ও ভারতীয়রা।

জানা যায়, এ ঘটনার জেরেই সালমান খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। কারণ হিসেবে জানানো হয়েছে, কপিল শর্মার শোয়ের প্রযোজক তিনি।

আইনি নোটিশ পাওয়ার পর এ প্রসঙ্গে বুধবার (১৩ নভেম্বর) একটি বিবৃতি দিয়েছেন সালমান। জানিয়েছেন, কপিল শর্মা শোয়ের প্রযোজক হিসেবে অতীতে তার প্রযোজনা সংস্থা যুক্ত ছিল। কিন্তু বেশ সময় ধরেই তার প্রযোজনা সংস্থা আর যুক্ত নেই এ শোয়ের সঙ্গে।

‘রবীন্দ্রনাথ ব্যঙ্গ’-র সঙ্গে নিজের নাম জড়ানো প্রসঙ্গে সালমান বলেন, সম্পূর্ণ ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে এই আইনি পদক্ষেপ। আমি এই শো-টি আর প্রযোজনা করি না। তাই, কোনও আইনি নোটিশ আমাকে প্রভাবিত করতে পারবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *