মোঃ জিয়াউর রহমান, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈলে ঢাকার বায়তুল মোকারম এলাকার ট্রাজিডির ঘটনায় জড়িতদের বিচারের দাবীতে জামায়াত ইসলামের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮শে অক্টোবর সোমবার সাড়ে তিনটার দিকে রাণীশংকৈল পৌর শহরে অবস্থিত জামায়াতে ইসলামের কার্যালয় থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। এ সময় সেখানে উপজেলায় জামায়াত ইসলামের আয়োজনে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের আমীর উপাধ্যাক্ষ মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান। বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন সেক্রেটারী মুহা. আলমগীর। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী,জামায়াত নেতা আব্দুল মতিন,শাহাজালার জুয়েল,মিন্নাতুল্লাহ পাঠান প্রম‚খ। সভায় বক্তারা অনতিবিলম্বে ২০০৬ সালের ২৮অক্টোবর বায়তুল মোকারম মসজিদও উত্তর গেটে আ’লীগের লগি বৈঠার স্বীকার হয়ে জামায়াত ইসলামের ৬জন নেতা কর্মি আওয়ামী সন্ত্রাসীদেও হাতে নৃশংস ভাবে নিহত হয়। উক্ত ঘটনার সাথে জড়িতদের কঠিন শাস্তির দাবী জানানো হয়। এসময় বিপুল সংখ্যক নেতা কর্মির উপস্থিতি লক্ষ্য করা যায়।