
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ প্রগতি কিন্ডারগার্ডেন বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
০৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে বিদ্যালয় প্রাংগনে ২৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ১শ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি মো সহিদুল হক, প্রগতি কিন্ডারগার্ডেন বিদ্যালয়ের পরিচালক জিল্লুর রহমান শপথ, উপসহকারী কৃষি কর্মকর্তা সুবাস চন্দ্র রায়, মো হাবিবুর রহমান, রুহিয়া পশ্চিম ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: নুরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী মো: দুলাল প্রমুখ।
উপসহকারী কৃষি কর্মকর্তা সুবাস চন্দ্র রায় বলেন, শতাধিক ফলজ ও বনজ গাছের চারা ২৫ জন ছাত্র-ছাত্রীদের মাঝে প্রতিজনকে ৪টি করে (১টি কাঠাল, ১টি জাম, ১টি বেল ও ১টি নিম গাছ) গাছের চারা বিতরণ করা হয়েছে।