
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করে।
র্যালী শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন হরিপুর থানা অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, ডেপুটি কমান্ডার সলেমান আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার রায়হানূল ইসলাম মিঞা, হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের,গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম প্রমুখ।