‘জনগ‌ণের সম্পদ খাওয়া আর জাহান্না‌মের আগুন খাওয়া সমান’

দে‌লাওয়ার হো‌সেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী ব‌লে‌ন, আমি ৫ বছর উপ‌জেলা চেয়ারম‌্যা‌নের দা‌য়িত্ব পালন ক‌রেছি কেউ বল‌তে পার‌বে না ১০ টাকার দুর্নী‌তি ক‌রে‌ছি। বাংলা‌দেশ জামায়াতে ইসলামী আমা‌দের‌কে এই শিক্ষা দি‌য়ে‌ছে যে জনগ‌ণ ও রা‌ষ্ট্রের সম্পদ খাওয়া আর জাহান্না‌মের আগুন খাওয়া সমান কথা।

শুক্রবার (২২ ন‌ভেম্বর) পি‌রোজপু‌রের না‌জিরপু‌রের জামায়াতে ইসলামী শাখার উদ্যো‌গে ৪নং দীর্ঘা ইউনিয়‌নের দ‌ক্ষিণ লেবু‌জিলবুনিয়া সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে কর্মী সমা‌বে‌শে তি‌নি এ কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, বাংলা‌দেশ জামায়াতে ইসলামী এবং আল্লামা সাঈদী তারা বাংলাদে‌শে এক‌টি কল‌্যাণময় ইসলামী রাষ্ট্র কা‌য়েম কর‌তে চে‌য়ে‌ছিলেন এটিই তার অপরাধ। এ জন‌্যই তা‌কে ১৩ বছর কারাবরণ কর‌তে হ‌য়ে‌ছে, শহীদ হতে হয়ে‌ছে।

তি‌নি আরও ব‌লেন, ১৭টি বছ‌রে জামায়া‌তের একজন নেতাও দেশ ছে‌ড়ে পা‌লি‌য়ে যান‌নি, আমরা এ দেশ‌কে ভা‌লোবা‌সি। এই দে‌শে ইসলাম কা‌য়েম করব, এই স্বপ্ন বু‌কে ধারণ ক‌রে সকল ষড়যন্ত্র, হামলা মামলা সহ‌্য ক‌রে আমরা এ দে‌শেই র‌য়ে‌ গে‌ছি। কিন্তু ওরা ১৭ মি‌নিটও টিক‌তে পা‌রে‌নি। দেশ‌কে তলা‌বিহীন ঝু‌ড়ি বানিয়ে ওরা পা‌লি‌য়ে গে‌ছে।

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি, জেলা জামায়া‌তের আমির অধ‌্যক্ষ তাফাজ্জল হোসাইন ফ‌রিদ, না‌য়ে‌বে আমির মাওলানা আব্দুর রব, জেলা জামায়া‌তের সে‌ক্রেটারি অধ‌্যক্ষ জ‌হিরুল হক, না‌জিরপুর উপ‌জেলা জামায়া‌তের আমির মাওলানা, আব্দুর রাজ্জাক, সে‌ক্রেটারি কাজী মোস‌লেউদ্দিন, না‌জিরপুর ফাউন্ডেশ‌নের চেয়ারম‌্যান অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, উপ‌জেলা শি‌বি‌রের সভাপ‌তি শেখ আবু হা‌নিফ, সা‌বেক সভাপ‌তি মো. মোস্তা‌ফিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *