ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভার আয়োজন করা হয়। রুহিয়া থানা ছাত্রদলের আয়োজনে দীর্ঘ ১৭ বছর পর এমন আনন্দঘন পরিবেশের মধ্যে ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রুহিয়া থানা ছাত্রদল। বুধবার (০১ জানুয়ারি) বিকাল ৩টায় রুহিয়া ডাকবাংলো মাঠ হতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে রুহিয়া থানার প্রধান প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মাঠে শেষ হয়।

র‍্যালি শেষে রুহিয়া থানা ছাত্রদলের আহবায়ক দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে এবং যুগ্ন আহবায়ক কামাল কামু ও মিলনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি মো: আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রুহিয়া থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, যুগ্ন সম্পাদক মকবুল হোসেন, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক রেজওয়ানুল হক রেজু, ১নং রুহিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুল হক, রুহিয়া থানা কৃষকদলের সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রুহিয়া থানা মহিলাদলের সভাপতি মোছা: রহিমা খাতুন, রুহিয়া থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহবায়ক আপেল মাহমুদ, সাবেক থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাদ্দাম হোসেনসহ রুহিয়া থানার ৬টি ইউনিয়নের ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রুহিয়া থানা জাসাস এর সাধারণ সম্পাদক আইডল খোকা খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *