দিনাজপুরের বিরামপুরে ধানক্ষেত থেকে বৃসনি পাহান (৫৫) নামে এক সাঁওতাল নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কাটলা ইউনিয়নের ময়না মোড় এলাকার ধানক্ষেত থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়
নিহত বৃসনি পাহান বেনুপুর গ্রামে মৃত সাদন পাহানের মেয়ে। তিনি কৃষি শ্রমিক হিসাবে মাঠে ধানকাটার কাজ করতেন।
পুলিশ জানায়, শুক্রবার (২২ নভেম্বর) সকালে বৃসনি পাহান ধানকাটার জন্য বাড়ি থেকে বেড় হন। ওই এলাকার একটি ক্ষেতে ধান কাটার পর তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
শনিবার সকালে পার্শ্ববর্তী ময়নামোড় এলাকার একটি ধানক্ষেতে ওই নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে।