সদরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণসভা

তানভীর তুহিন, ফরিদপুর ||
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ফরিদপুরের সদরপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলা হলরুমে এ স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সদরপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহলুল মাতুব্বর, উপজেলা যুবদল নেতা বিল্লাল হোসেন পেয়াদা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক।

আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

পরে আন্দেলনে অংশ নেয়া আহতদের সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *