ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যা মামলার পলাতক আসামি কামাল উদ্দিন ভূঞাঁকে গ্রেফতার করা হয়েছে। রাতে ফেনীর পশ্চিম রামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গত ৩ আগস্ট ফেনীর ট্রাংক রোডের খেজুর চত্তর এলাকার বিক্ষোভ সমাবেশে অংশ নেন টমটম চালক জাফর আহম্মদ। পরে স্থানীয় শর্শদী ইউপি চেয়ারম্যান জানে আলম ভূইয়া জাফরের বাসায় গিয়ে তাকে হত্যার হুমকি দেয়। গত ৪ আগস্ট ভিকটিম টমটমে যাত্রী নিয়ে ফেনী পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে ইউপি চেয়ারম্যান জানে আলমসহ বেশ কয়েকজন জাফরকে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎক জাফরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর শহীদ জাফরের স্ত্রী বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *